1. admin@doiniksongbadpotro24.com : admin :
জীবনানন্দ সভাঘরে.. কবি মৌসুমী শূর রায়ের...... স্বগতোক্তি ...কবিতা সংকলনে আনুষ্ঠানিক শুভ সূচনা হয়........। - দৈনিক সংবাদপত্র
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:

জীবনানন্দ সভাঘরে.. কবি মৌসুমী শূর রায়ের…… স্বগতোক্তি …কবিতা সংকলনে আনুষ্ঠানিক শুভ সূচনা হয়……..।

কলকাতা থেকে স শম্পা দাস ও সমরেশ রায়
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৩১৩ Time View
জীবনানন্দ সভাঘরে.. কবি মৌসুমী শূর রায়ের…… স্বগতোক্তি …কবিতা সংকলনে আনুষ্ঠানিক শুভ সূচনা হয়……..। আজ একুশে মার্চ ,মঙ্গলবার, একদিকে কবিতা দিবস, অন্যদিকে জীবনানন্দ সভাগরে কবি মৌসুমী শূরের বহু আকাঙ্ক্ষিত একটি কবিতা সংকলনের শুভচনা হল,… স্বগতোক্তি… ঠিক বিকেল পাঁচটায়,, যিনি একসময় থমকে গিয়েছিলেন সমস্ত কিছু থেকে, ভেঙে পড়েছিলেন কি করবেন দিসা খুঁজে পারছিলেন না, ঠিক সেই সময় বেশ কয়েকজনের অনুপ্রেরনায় এবং সহযোগিতায় আবার ধরলেন তিনি পেনের টান, কবিতা লেখা, দেখতে দেখতে তিনি কখন কিভাবে আশিটি কবিতা লিখে ফেললেন আর তারই প্রকাশ করলেন আজ সমস্ত কবি সাহিত্যিকদের সামনে, তিনি আজ যেমন নিজেকে ধন্য মনে করছেন এবং যারা তার পাশে থেকে উৎসাহিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানালেন এবং কৃতজ্ঞতা স্বীকার করলেন, তিনি বারবার একটি কথাই বলেছেন 2018 পর আমি যেভাবে ভেঙে পড়েছিলাম হয়তো আর কোন কিছু করা সম্ভব হতো না। যারা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে তাদের কাছে আমি চিররৃনি, এবং তিনি বাড়ির সকলের কাছেও চির কৃতজ্ঞ তাকে সহযোগিতা করার জন্য এমনকি ছেলের কাছেও, …..। আজ এই বইটির শুভ সূচনায় যে সকল অতিথিরা উপস্থিত ছিলেন, এবং মৌসুমী শূর রায়কে কে উৎসাহিত করেছেন, তাদের মধ্যে ছিলেন, বিশেষ অতিথি হিসাবে প্রাক্তন আকাশবাণী ও দূরদর্শন খ্যাত ঘোষক.. সঞ্চালক দেবাশীষ বসু , ,

চিত্রশিল্পী ও চিত্র সমালোচক দেবব্রত চক্রবর্তী বাংলা দৈনিক স্টেটসম্যান,, শ্রীমতি পৌষালী বিশ্বাস কর্ণধার পৌষালী প্রকাশনীর, ,শ্রীমতি শ্যামা দাস সমাজসেবী এবং কর্ণধার মনের মিলন, বিকাশ চন্দ্র সরকার সম্পাদক ত্রিনেত্র পত্রিকা, মৌপরনা দেবনাথ আর্ট টিচার নারায়ন স্কুল,, প্রখ্যাত চিত্রশিল্পী ও সঙ্গীত শিল্পী সুব্রত ঘোষ এম যিনি এই বইয়ের প্রচ্ছদ তৈরি করেছেন। ……। এছাড়া মঞ্চে যে সকল কবি ও সাহিত্যিক ও শিল্পী, কবি মৌসুমী সুরের কবিতা থেকে একটি করে কবিতা পাঠ করেছেন তারা হলেন সুবীর হালদার ,ফুল্লরা মুখোপাধ্যায়, শর্মিষ্ঠা পাল ,অরূপ চ্যাটার্জী, প্রীতি সাহা ,সঞ্চয়িতা মুখোপাধ্যায়, অদিতি দত্ত, তুলি গুহ সহ অন্যান্যরা, এর সাথে সাথে কবিতা কোলাজে ছিলেন এবং এসো নারী মুক্ত সোপানে…. স্বগতক্তি …থেকে কবিতা পাঠ করলেন, তারা হলেন মধুমিতা ভট্টাচার্য, স্মিতা ব্যানার্জী, ইন্দ্রানী রায়চৌধুরী, বর্ণালী চৌধুরী… বিচারক মঞ্চে ছিলেন অন্যান্য কবি সাহিত্যিক ও চিত্র শিল্পীরা…. সকল অতিথিদের মঞ্চে উত্তরীয় ব্যাচ ফুল দিয়ে সম্মানিত করেন, এবং মৌসুমী সূর রায়ের বইটি অতিথিদের হাতে তুলে দেন,…। অনুষ্ঠান শুরু থেকেই হল ছিল পরিপূর্ণ, কেউই মৌসুমী শূর রায়ের কথা ফেলতে পারেননি ,তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সকলের কাছে একটি কথাই শোনা যায়, যে সত্যিই একটি বই আমরা দেখলাম ও তাহার কবিতাগুলি শুনলাম, সত্যিই অসাধারণ ,, কেউ কেউ বইটি সংগ্রহ করার চেষ্টাও করেছেন,। আরও জাতছ এই কবি এগিয়ে যেতে পারে, তার জন্য উৎসাহিত করলেন। ……..।।। রিপোর্টার,,, কলকাতা থেকে স শম্পা দাস ও সমরেশ রায়

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর দেখুন
ডিজাইন: মোঃ রেজাউর রহমান রাজু মোবাইল: 01637156939
Theme Customized BY WooHostBD