1. admin@doiniksongbadpotro24.com : admin :
১৪ ই সেপ্টেম্বর কালো দিন হিসেবে পালন করছেন বাংলা পক্ষ, - দৈনিক সংবাদপত্র
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:

১৪ ই সেপ্টেম্বর কালো দিন হিসেবে পালন করছেন বাংলা পক্ষ,

শম্পা দাস ও সমরেশ রায়
  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৮ Time View

আজ ১৪ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, বিকেল পাঁচটায় রানুছায়া মঞ্চের সামনে বাংলা পক্ষ এক বিক্ষোভ সমাবেশ ও হাজরা পর্যন্ত মিছিল করলেন ,

দিল্লিতে যখন হিন্দি দিবস পালিত হচ্ছে ঠিক সেই মুহূর্তে কলকাতা সহ পাঞ্জাব মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ সমস্ত জায়গায় কালো দিন পালন করছেন বাংলা পক্ষ, মিছিলে উপস্থিত ছিলেন কৌশিক মাইতি, অরিন্দম চ্যাটার্জী গরগ চ্যাটার্জী সহ অন্যান্যরা, তাদের একটাই দাবি বাংলা ভাষাকে হিন্দি ভাষা করতে দেব না, বাংলা আমাদের অধিকার, যদি করতেই হয় উভয় ভাষাকে সমান অধিকার দিতে হবে, বাংলায় হিন্দি চাপানো মানবো না, কেন্দ্রীয় সরকার হিন্দি ভাষা পালন করেন, এই
দেশে ইনকাম করে অন্য দেশে হিন্দি ভাষা পালন করেন সেটা আমরা মানবো না,

বাংলার পক্ষ তরফ থেকে বলেন যদি কেউ বাংলা বলে সে হয়ে যায় বাংলাদেশি। অথচ বাংলার থেকে ইনকাম করে হিন্দিভাসীদের জন্য হিন্দি দিবস পালন করা হচ্ছে। আপনি বিহার ইউপিতে গিয়ে এই হিন্দি দিবস পালন করুন আমরা কিছু বলবো না কিন্তু বাংলায় দাঁড়িয়ে যদি বাংলাকে ভুলে হিন্দি দিবস পালন হয় তাহলে আমরা চটকে দেবো।, বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার টাকায় হিন্দি দিবস পালন করার কিসের,

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন দিল্লিতে কোন ক্ষমতা নাই, এখানের খাই ওখানের গান করে, দিল্লি এক ইঞ্চি জমির ও মালিক নয়, চেপে ধরলে ওখানে দড়ি ছিঁড়ে পড়বে এখানে, তাই সকল বাঙালি এক হন, আমরা বাঙালি, বাংলা মোদের গর্ব, এখানে ইউপি বিহার হতে দেব না,

এর সাথে সাথে বেশ কিছু স্লোগান বাংলার পক্ষ তুলে ধরলেন।

তুমি কে আমি কে ,জয় বাংলা আবার কে ।

জয় বাংলার আলো, ঘরে ঘরে জ্বালো ।

এই রক্তের বন্যায় ,ভেসে যাবে অন্যায় ।

তোমাদের হিন্দি, চটকে দেবো পিন্ডি ।

তোমার ভাষা আমার ভাষা ,বাংলা ভাষা বাংলা ভাষা ।

প্রয়োজনে রক্ত, দেবো মোরা শর্ত

এইভাবে বিভিন্ন শ্লোকের উপর কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন এবং অমিত শাহকে, স্লোগান করতে করতে মিছিল রবীন্দ্র সদন হয়ে হাজরা মরে গিয়ে শেষ হয় এবং সেখানেও বেশ কিছুক্ষণ সভা ও বিক্ষোভ চলে।

শেয়ার করুন

4 thoughts on "১৪ ই সেপ্টেম্বর কালো দিন হিসেবে পালন করছেন বাংলা পক্ষ,"

  1. vurcazkircazpatliycaz.rbFOJlwyMTAo

  2. daktilogibigibi.UAx1oVZQ5KoO

  3. am siteleri says:

    daxktilogibigibi.9xxidGIGDd1v

  4. veilleuses says:

    veilleuses xyandanxvurulmus.qIoycKtJ1N4C

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর দেখুন
ডিজাইন: মোঃ রেজাউর রহমান রাজু মোবাইল: 01637156939
Theme Customized BY WooHostBD