1. admin@doiniksongbadpotro24.com : admin :
আজ অর্ণব রিঙ্গো ব্যানার্জীর পরিচালনায়,,, পিলকুঞ্জ,, ওয়েব সিরিজটির আনুষ্ঠানিকভাবে ট্রেলার লঞ্চ করলো ।  - দৈনিক সংবাদপত্র
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:

আজ অর্ণব রিঙ্গো ব্যানার্জীর পরিচালনায়,,, পিলকুঞ্জ,, ওয়েব সিরিজটির আনুষ্ঠানিকভাবে ট্রেলার লঞ্চ করলো । 

শম্পা দাস ও সমরেশ রায়
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৩৬ Time View

আজ একুশে আগস্ট সোমবার দুপুর ২.৪৫ মিনিটে, হরাইজন বিল্ডিংয়ের,, DRUNKEN TEDDY, তে অর্ণব রিঙ্গো ব্যানার্জীর পরিচালনায় এবং ঐন্দ্রিলা ব্যানার্জির দ্বারা প্রযোজিত ও রিং এ বেল এর যৌথ প্রযোজনায়, ক্লিক ওটিটি প্লাটফর্মে, ওয়েব সিরিজ , পিল কুঞ্জর ,,আনুষ্ঠানিকভাবে ট্রেলার লঞ্চ করলেন । সকল কলাকুশলীদের উপস্থিতিতে।

সম্প্রতি গাছ ছমছম রহস্যের ইশারায় মুক্তি পেলো এই পিলকুঞ্জ,,, 2017 সালে উত্তর ভারতে ঘটে যাওয়া বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়ছে এই সিরিজ, উত্তরপ্রদেশের ব্যাঘ্র সংরক্ষণ এলাকার পাশে ,একটি ছোট্ট গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই কাহিনীর প্রেক্ষাপট,, এই সিরিজের কাহিনীতে রয়েছে দুষ্কৃতীদের ভয়াবহ কুকর্ম, জঙ্গলে গা ছমছমে সত্যের অনুসন্ধানে রহস্যময় ও দুরবিসহ সহ অভিসার ,আনাচে-কানাচে লুকিয়ে থাকা মর্মান্তিক মৃত্যুর ইশারা , নরখাদক বাঘের হানায় কি ভাব প্রাণ যেত গ্রামবাসীদের, পলাতক শিকারির জীবন মরণ ধাবনে পড়তে পড়তে জুড়ে থাকা দুর্ধর্ষ সত্তিকারের কঠিন আ্যকশন ও গভীর জঙ্গল ও জংলী নদীর মাঝে রোমাঞ্চকর ঘটনাবলী এবং মৃত্যুর অনিবার্য হাতছানি, সব নিয়েই তৈরি হয়েছে এই পিলকুঞ্জ, পরিচালক সুন্দর একটি ঘটনাকে কেন্দ্র করেই এই ছবিটি তৈরি করেছেন ভাবনা ও চিন্তা সত্যিই অন্নবদ‍্য ।

 

এই ছবিতে অভিনয় করেছেন নতুন জুটি শন ব্যানার্জি ও তৃনা সাহা,

 

যারা এই পিলকুঞ্জে অভিনয় করেছেন ও বিভিন্ন চরিত্রে ছিলেন তারা হলেন,,,, সিদ্ধার্থের ভূমিকা শন ব্যানার্জি, বিদিতার ভূমিকায় তৃনা সাহা, রামবাবুর ভূমিকায় শংকর দেবনাথ, শৈলেশের ভূমিকায় জোয়ী দেবরায়, সতীনন্দর বুল্টি্র ভূমিকায় দেবতনু , ঝর্ণার ভূমিকায় বৃষ্টির রায়,, গুল্লার ভূমিকায় সোহম গুহ পত্তাদার, ডক্টর বীর বাহাদুরের ভূমিকায় প্রতীক রায়, জগমোহনের ভূমিকায় সৌরভ সাহা, কেশবের ভূমিকায় পালওয়াল চক্রবর্তী, মহান্তির ভূমিকায় গৌতম মৃদ্ধা, ,, সম্পাদনা ও নেপথ্য সংগীত পরিচালনা চিত্রনাট্য অর্ণব রিঙ্গো ব্যানার্জি। প্রযোজক ঐন্দ্রিলা ব্যানার্জি, ভিসুয়াল এফেক্স রজত দলুই, সাউন্ড ডিজাইন ও শব্দ বিন্যাসে তীর্থঙ্কর মজুমদার, গণমাধ্যম প্রচার ও মার্কেটিংয়ে রানা বসু ঠাকুর,,

সর্বশেষ অভিনেতা-অভিনেত্রীদের বক্তব্যের মধ্য দিয়ে ফুটে আসে, বহু অপেক্ষার পর আজ এই সিরিজের মুক্তি পেয়ে আমরা খুশি, এবং এই ছবিটি করতে গিয়ে আমাদের যে অভিজ্ঞতা সত্যি অকল্পনীয়, এবং পরিচালক যেভাবে আমাদেরকে গাইড করেছেন ,আমাদেরকে সহযোগিতা করেছেন ,সাহস যুগিয়েছেন বলে বোঝানো যাবে না, আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ,আপনারা ক্লিকের ওটিটি প্ল্যাটফর্মে ক্লিক করুন এবং এই সিরিজটি দেখুন, কেমন লাগছে আমাদেরকে মতামত জানান

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর দেখুন
ডিজাইন: মোঃ রেজাউর রহমান রাজু মোবাইল: 01637156939
Theme Customized BY WooHostBD