1. admin@doiniksongbadpotro24.com : admin :
ক্যান্টনমেন্টে বসে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসেনি।  - দৈনিক সংবাদপত্র
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:

ক্যান্টনমেন্টে বসে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসেনি। 

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৩০৭ Time View

 

আওয়ামী লীগ সব সময় জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় এসেছে। বিএনপি বলে তারা নির্বাচনে আসবেনা কিন্ত বিএনপি সময় মত ঠিকই নির্বাচনে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। শনিবার ঢাকার দোহারে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সালমান এফ রহমান আরো বলেন, সম্প্রতি ফেসবুক ও ইউটিউব এ তাকে নিয়ে অনেক অপপ্রচার চালানো হচ্ছে। একটি চক্র ভয় পেয়েই তাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন বলে জানান তিনি।

 

আগামী বছর এপ্রিলের আগেই নয়াবাড়ি থেকে শাইনপুকুর পর্যন্ত নদীভাঙনের কাজ শেষ হবে বলে জানান সালমান এফ রহমান এমপি। এরপর দোহারে নদীভাঙনের আর কোন সমস্যা থাকবে না বলে জানান তিনি।

 

এরআগে সালমান এফ রহমান উপজেলার মুকসুদপুর ইউনিয়নে ঢালারপাড় গ্রামে পানি উন্নয়ন বোর্ডের পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পের কাজ পরিদর্শনে করেন। এছাড়া মুকসুদপুর ও বিলাশপুরে নির্বাচনী উঠান বৈঠক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন, সুতারপাড়া ইউনিয়নে আলামিন বাজারে সড়ক ও জনপথের ৭টি ব্রীজের নির্মাণকাজের উদ্বোধন, দোহার পৌরসভার বটিয়া ও বিলাসপুর ইউনিয়নের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্মিত ২টি ব্রীজ উদ্বোধন, দোহার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাণীসম্পদ, উপজেলা সমাজসেবা দপ্তরের অনুদান, এলজিইডির এ্যাপ্রোন প্রদান ও কৃতি শিক্ষার্থীদের মাঝে আদমশুমারীর ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সালমান এফ রহমান।মো. আলমগীর হোসেন, দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা মোবাশে^র আলম, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব আব্দুর রউফ, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আনারকলি পুুতুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন, উপজেলা প্রকৌশলী হানিফ মুহাম্মদ মুর্শিদী, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রজ্জব আলী মোল্লা, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, সুতারপাড়া ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন, বিলাসপুর ইউপি চেয়ারম্যান রাশেদ চোকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক বাশার চোকদার, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সাদ্দাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশীর উদ্দিন, সমাজ সেবক লায়ন আব্দুস সালাম চৌধূরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত সহ আরো অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর দেখুন
ডিজাইন: মোঃ রেজাউর রহমান রাজু মোবাইল: 01637156939
Theme Customized BY WooHostBD