#বড়বিলার বুকে-
বড় বিলের বুকের মাঝে
উঠছে বাড়ি ঘর,
বিলের পানি শুকিয়ে গেছে
মাছ হয়েছে পর।
ধান,সরিষা,গম-ভুট্টা ভরা
ফসল নিয়ে মাঠ,
মাঝে মাঝে গাছ আছে
নেই যে কোন ঘাট।
কাঁচা আইলের রাস্তা গেছে
বিলের উপর দিয়ে,
এসব জাগায় ফসল ফলে
সেচের পানি নিয়ে।
বিলের পানি বর্ষা কালে
অথই জলের খেলা,
গ্রামগুলো সব ভাসছে যেন
হাওয়া জলের মেলা।
চাঁদনী রাতে এ বড়বিলায়
জ্যোৎস্না ঝরা ঢেউ,
দু’চোখ জুড়ায় দেখে তখন
বুঝে’না যেন কেউ।।
#বিনয় দেবনাথ।