Search for:
  • Home/
  • Day: জানুয়ারি ১২, ২০২৫

আমি যেন ভুলতে পারি না-বিনয় দেবনাথ।

#আমি যেন ভুলতে পারি না- সবুজ অরণ্য দেখে মনে পড়ে ভোরের শিউলি বেলার কথা শৈশব যেন স্মৃতিতে ভাসে ওঠে; মনে পড়ে এখনো ঐ কুয়াশায় শিশিরে ভিজে ভিজে সেই সদুরের পথে যেন হেঁটে পথচলা। মানুষ যেন তা সহজেই ভুলে যায়। আমি কি তাহলে ঐ এতো মানুষের মতো স্বাভাবিক নই? কিছু স্নেহ-মায়া-মমতায় [...]

পাতা ঝরার কালে-বিনয় দেবনাথ।

#পাতা ঝরার কালে- যেন এক কোটি কাল এই পাতা ঝরার কালে দেখেছি যেন কোকিল আটকে পড়েছে ডালে। যার কাছে যাই একটু শান্ত হাওয়ার লোভে আমাকে শাসায় ওরা আগুন হাতে ক্ষুভে। অথচ – বড়ো পাতা ঝরার দিনে সেই অচিন দৃশ্যটুকু দেখে কতজনে? সমুদ্র মন্থর ঢেউ আঁতকে উঠেছে জলে আসছে সেই বসন্ত- [...]