বিনয় দেবনাথ।
আমার কিছুই চাই না —
তোমার ঐ চোখের মায়াবী কালো কাজল
সে তো আমার জন্যে তা-তো তুমি পড়নি
এলোমেলো যেন খোঁপার চুলগুলো তোমার
প্রেমের টানে বাতাসে যেন উড়ে চলেছো
না দেখলেও সে তোমারই মোহনীয়তার
কমতি হবে না একবিন্দুও আমি জানি।
তোমার ঐ ঠোঁটের লাল টুকটুকের লালে
আমার আকৃষ্ট হওয়া বা না হওয়া নূতন
মাত্রা যোগ করে না সেটাই স্বাভাবিক
তুমি শীতল পাটির মতো সব সময়েই ঠান্ডা
শুস্ক গরমের ডাকে আসবে না আমি জানি।
তুমি হাসলে কপোলে যেন টোল পড়ে
তোমার কপোলও হাসে সামনের তালে
সৌন্দর্যে পরিপাটি পুরো একটা কবিতার
সবকটা লাইন একেবারে শেষ হলেও
আমার জন্য সেই হাসির পুরো স্থায়িত্ব
এক মুহুর্ত একটুও বাড়বে না আমি জানি।
তোমার ঐ নীল শাড়ি আর লাল পড়া
যতই রং ছড়াক আকাশের রঙে রঙিন
আমার মুগ্ধ হয়ে চেয়ে থাকায় তোমার
প্রাণের ভেতরে আমার একটুও প্রাণের
সঞ্চার করবে না সেটা তো আমি জানি।
জানি আমি অপমানত্ব এরই দলে
আমি হয়তো শান্ত দিঘির জলের দলে
আমি হয়তো উপেক্ষিতের এরই দলে
তোমার চঞ্চল গতি জীবনে দুঃখের আয়না
তাই এ পৃথিবীতে আমার কিছুই চাই না।