বাবুল রহমান রবিন- গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার একটি বাড়ি থেকে ১৪৯ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাব। এ মাদকের সাথে জড়িত মীম বেগম নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালকের (মিডিয়া) পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মীম বেগম গাইবান্ধা পৌরসভার ৯নং ওয়ার্ডের কুঠিপাড়া (বাঁশবাড়ি)গ্রামের মনজুর রহমান মমিজুলের মেয়ে ও সাদিকুল ইসলামের স্ত্রী।
বিজ্ঞপ্তিতে বলা হয়- রোববার দুপুরের দিকে র্যাব-১৩, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুঠিপাড়া (বাঁশবাড়ি) এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় প্লাবন মিয়ার বসতবাড়ি থেকে ১৪৯ বোতল অবৈধ ফেনসিডিল জব্দসহ মাদক কারবারি মীম বেগমকে গ্রেফতার করা হয়েছে।
গাইবান্ধার সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন, গ্রেফতারকৃত মীম বেগমের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে। তাকে এ থানায় হস্তান্তর করা হয়।