Search for:
সাভার প্রতিনিধি – মোঃ রাজু

 ঢাকার সাভারে দলিল লেখক কল্যাণ সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাভার সাব রেজিস্ট্রার অফিসের সামনে এই অভিষেক অনুষ্ঠানে

দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক আক্তার হোসেন ব্যাপারীর সভাপতিত্বে ও সদস্য সচিব মেহেদী হাসানের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র রেফাত উল্লাহ, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সালাউদ্দিন বাবু বলেন, জনগনের ভোটে নির্বাচিত নয় বলে বিগত সরকার অন্যায় দুর্নীতি করতে সাহস পেয়েছে। আপনারা কোন নেতাকে চাঁদা দিবেন না আশা করি। খুব দ্রুত সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে দেশে নতুন সরকার গঠন হবে। আসন্ন নির্বাচনে যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি সর্বপ্রথম সাভার সাব রেজিস্টার অফিসের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে বহুতল নতুন ভবন করে দিবো।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!