ব্রেকিং নিউজ :– সপ্তাহজুড়েই বৃষ্টির আভাস, বাড়তে পারে গরমও
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৩ পিএম
আগামী সপ্তাহজুড়ে রাজধানী ঢাকাসহ সারা দেশেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা বেশি থাকতে বলে জানিয়েছে সংস্থাটি। অর্থাৎ বৃষ্টি হলেও গরমের অনুভূতি থাকবে দেশজুড়ে।
আজ শুক্রবার আবহাওয়া অফিসের দেওয়া এক পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্য প্রদেশ, ওডিশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
ফলে আগামীকাল শনিবার রংপুর বিভাগের অনেক জায়গায়সহ দেশের বাকি সকল বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।
এই সময়ে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আগামী রোববারের পূর্বাভাসেও অধিদপ্তর সারা দেশের কোথাও কোথাও বৃষ্টির আভাস দিয়েছে। পাশাপাশি হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। এই সময়েও দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের শেষ দিকে সারা দেশেই বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।