সনেট
অষ্টক:-কখকখকখকখ
ষষ্টক:-চছচছজজ।
কবিতার নাম:-শ্রীচৈতন্যাবতার
কবির নাম:-অজিত কুমার সিংহ
১৭/১১/২৪ ইং।
দানবের অত্যাচারে ধরণী পাপের
ভার সহ্য করতে না পেরে প্রজাপতি
ব্রহ্মার সদনে গিয়ে হলেন হাজির।
ক্ষিতির অশ্রু বদনে হেরি প্রজাপতি
শুধালেন ধরণীকে,"নয়নে তোমার
অশ্রু কেন ঝরে?"গদগদ কণ্ঠে ক্ষিতি
কহিল প্রণাম করি,"আমি দানবের
অত্যাচারে জর্জরিত।চাই দ্রুত মুক্তি।"
"দ্বাপর যুগের অন্তে,কলিযুগে হরি
নদীয়া নগরে শচী মাতার উদরে
শ্রীচৈতন্য নামে হবে অবতীর্ণ।হরি
'হরিনাম মহামন্ত্র 'ঘরে ঘরে ঘুরে
করবে প্রচার।পাপী উদ্ধার করতে",
ব্রহ্মা কহে,"আসবেন গৌরা নদীয়াতে।"
কমলগঞ্জ মৌলভীবাজার