Search for:
বাদল রাজবংশী 

দৈনিক সংবাদপএ 24

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১০:২৩ এএম

পানি নামার সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে সড়ক ও ব্রিজ-কালভার্টের ক্ষতচিহ্ন।

শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো কমেনি মানুষের দুর্ভোগ। পানি নামার সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে সড়ক ও ব্রিজ-কালভার্টের ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত এসব সড়কে চলাচলে করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে দুর্গত এলাকার মানুষদের। এসব রাস্তার সংস্কার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

এলজিইডির প্রাথমিক হিসেবে, বন্যায় জেলার ১১২টি সড়কের ৪০৯ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভেঙে গেছে ৬৮টি ব্রিজ-কালভার্ট। এ ছাড়া ক্ষতি হয়েছে সড়ক ও জনপথ বিভাগের সড়কগুলোরও। এতে করে দেখা দিয়েছে জনদুর্ভোগ। বন্যায় কেবল এলজিইডির অধীন সড়কে ১২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

পানির স্রোতে ভেঙে গেছে সড়ক। বাঁশের সাঁকো বানিয়ে চলাচল করছেন স্থানীয়রা

স্থানীয় এক ব্যক্তি বলেন, রাস্তা ভেঙে যাওয়ায় এলাকার মানুষদের চলাচলের ক্ষেত্রে অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। রাস্তায় বেশ কিছু জায়গায় ভেঙে গেছে। এ জন্য চলাছলে বিঘ্ন ঘটছে।

এক অটোরিকশা চালক বলেন, রাস্তা ভাঙা তাই গাড়ি চালান যায় না। যাত্রীদের অনেকটা পথ হেঁটে গাড়িতে উঠতে হয়।

সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে সংস্কার কাজ চলমান বলে জানিয়েছে এলজিইডি।

জেলার এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী জাহানারা পারভীন বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আমাদের সংস্কার কার্যক্রম চলছে। এখনও কিছু কিছু রাস্তা পানির নিচে আছে। তবে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।’

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!