Search for:
  • Home/
  • দোহার/
  • শুভ জন্মদিন আধুনিক দোহারের রূপকার জনাব সালমান এফ রহমান এমপি।

২০১৫ সালে দোহার উপজেলা পরিষদের উপ-নির্বাচনের আগে যখন সালমান এফ রহমান দোহার আসেন তখন দোহার বাসীর একটা ই দাবি ছিল দোহারকে পদ্মা নদীর কড়াল গ্রাস থেকে রক্ষা করে স্থায়ী বাঁধ চাই। তিনি তখন দোহার বাসীর কাছে ওয়াদা করেন তিনি বাঁধের জন্য কাজ করার জন্য। যার প্রেক্ষিতে পরবর্তীতে সালমান এফ রহমানের অনুরোধে মাননীয় প্রধানমন্ত্রী ১৪৮৩.২৫ কোটি টাকা একনেকের বৈঠকে পাস করেন।

দোহার পদ্মা নদীর পাড় এখন পর্যটকদের অন্যতম প্রিয় স্থান। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এমপি।

📷 : ছবিতে নারিশা বাজার এবং নারিশা পশ্চিম চর বাঁধের আগে এবং পরের ছবি।

দৈনিক সংবাদপত্র ২৪ পরিবারের পক্ষ থেকে সালমান এফ রহমানকে জন্মদিনের শুভেচ্ছা।

 

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!