শুক্রবার কোলাঘাটে রবীন্দ্র প্রেক্ষাগৃহে হেল্প এজ ইন্ডিয়া উদ্যোগে প্রায় ৩০০ দুস্থ ও পঙ্গু মানুষকে সহায়তাদান করা হলো।হুইল চেয়ার থেকে স্টীক সহ বিভিন্ন উপকরন তুলে দেওয়া হয় হেল্প এজ ইন্ডিয়া পক্ষ থেকে।জানাগেছে কোলাঘাট ব্লকের ৬ গ্রামপঞ্চায়েত এলাকা থেকে এই দুঃস্থ মানুষকে সহায়তাদান করা হলো।এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লকের বিডিও অর্ঘ্য ঘোষ,কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না সহ হেল্প এজ ইন্ডিয়া সংস্থার সদস্যরা।
যাদের মাধ্যমে এবং যারা আজকে এখানে এসে উপকৃত হয়েছেন তারা সবাইকে ধন্যবাদ জানালেন ও বললেন আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ, আমাদের সহযোগিতা করার জন্য। অসহায় দুস্থ মানুষের পাশে থাকার জন্য…..। … রিপোর্টার শম্পা দাস ও সমরেশ রায়