Search for:
  • Home/
  • কলকাতা/
  • শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে অনশন ভঙ্গ করলেন এবং মহা মিছিল করলেন তমলুকে।

 

আজ ৬ই মে সোমবার, পূর্ব মেদিনীপুরের তমলুকে , চাকরি হারাদের একাংশ শিক্ষক শিক্ষিকারা ১৭০ ঘন্টা অনশনে ছিলেন, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির অনশন মঞ্চে উপস্থিত ছিলেন ,শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যাহারা এই অনুষ্ঠান মঞ্চে অনশন করছিলেন ১৭০ ঘন্টা ধরে, তাদের আজকে অনশন ভঙ্গ করলেন এবং নিজের হাতে তাদের খাওলেন মন্ত্রী, অনশন ভঙ্গের পরে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের ভোট প্রচারে এক মহা মিছিল করলেন সকলকে নিয়ে তমলুক শহরে ।‌

মঞ্চে এবং মিছিলে উপস্থিত ছিলেন, শিক্ষ মন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র, প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতৃত্বরা ও চাকরি হারাদের বেশ কিছু শিক্ষক-শিক্ষিকা।

তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে থাকেন, মেহনতী মানুষের পাশে থাকেন ,লড়াইয়ের পাশে থাকেন, ১১ বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা ব্যয়ে মানুষের জন্য কাজ করে গেছেন। এমনকি মিড ডে মিলের সমবন্টন করেছেন। শিক্ষক শিক্ষিকাদের পাশে থেকেছেন,

এসএসসি ও বোর্ড এর তরফ থেকে বারবার বলা হয় ,আপনারা আপনাদের তালিকা জমা করুন এবং সিবিআই কেউ তালিকা জমা করতে বলা হয় এবং তাতে প্রমানিত হয় উভয়ই সমান এবং তারা সঠিক তালিকা জমা দিয়েছেন।, যোগ্যতার প্রমাণ দিয়েছেন।, কিন্তু পাঁচ হাজার এর জন্য ২৬ হাজারের প্যানেল যে বাতিল হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টেকে গেছেন এবং সেখানে তিনি লড়ার চেষ্টা করছেন সাধারণ শিক্ষক-শিক্ষিকাদের পাশে থাকার চেষ্টা করছেন, এবং যোগ্যতার ভিত্তিতে একদিন সুপ্রিম কোর্ট থেকে,আজ বা কাল হোক আইনি রিলিজ ফিরে পাবেন এবং এই সরকারের হাত দিয়ে শিক্ষক শিক্ষিকাদের হাতে তুলে দেওয়া হবে, এই আশ্বাস দেন মঞ্চে দাঁড়িয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি মঞ্চে দাঁড়িয়ে কৃতজ্ঞতা জানান আজকের এই মহা মিছিলে এবং মঞ্চে এত শিক্ষক-শিক্ষিকা উপস্থিত থাকার জন্য এবং সহযোগিতা করার জন্য। মহা মিছিল বিরাট আকার ধারণ করে এবং সারা তমলুক জুড়ে এই মহা মিছিল চলতে থাকে।

 

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!