সাভারের নিজস্ব প্রতিনিধি – মোঃ রাজু
২০১৩ সালের ২৪ এপ্রিল, দিনটি দেশের ইতিহাসে ভয়াবহতম ভবন ধসের জন্য লিপিবদ্ধ হয়ে আছে। সেদিন সাভারের ৯ তলা ভবন ‘রানা প্লাজা’ ধসে পড়েছিল। ইট-কংক্রিটের নিচে চাপা পড়ে মৃত্যু হয় ১ হাজার ১৩৮ জন শ্রমিকের।
বিশ্বের তৃতীয় বৃহত্তম এ শিল্প দুর্ঘটনায় আহত হয়েছেন ২ হাজার ৪৩৮ শ্রমিক। আহত অনেকেই পঙ্গু হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। অনেকে বাঁচার তাগিদে আজও জীবিকার খোঁজ করে চলেছেন।
দুর্ঘটনায় ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি মামলার আসামি সোহেল রানাসহ ও অন্যদের দ্রুত বিচার দাবি সকলের।
মানববন্ধন থেকে কয়েকটি দফা দাবি তুলে ধরেন গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের নেতারা।
দাবিগুলো হল- রানা প্লাজার মালিক সোহেল রানাসহ সকল আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রদান; আহত শ্রমিকদের সুচিকিৎসা কর্মসংস্থান ও পুর্নবাসন; নিহত-আহত শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার সু-ব্যবস্থা করা; সকল ক্রেতা ও ব্র্যান্ডকে একর্ড চুক্তি স্বাক্ষর করা; ইপিজেডসহ সকল কারখানায় অবাধ ট্রেড ইউনিয়ন ও যৌথ দরকষাকষির স্বাধীনতা; শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও তাদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা।
দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিক ও শ্রমিক নেতারা সাভারের রাজপথে মানব বন্ধন সহ মিছিল করে।