Search for:
  • Home/
  • নিজস্ব প্রতিনিধি খবর/
  • রাজ্য নগর উন্নয়ন সংস্থার উদ্যোগে ও কামারহাটি পৌরসভার পরিচালনায়, ১২৫ তম স্বয়ংসিদ্ধা মেলা ২০২৫ এর শুভ সূচনা হলো।

রাজ্য নগর উন্নয়ন সংস্থার উদ্যোগে ও কামারহাটি পৌরসভার পরিচালনায়, ১২৫ তম স্বয়ংসিদ্ধা মেলা ২০২৫ এর শুভ সূচনা হলো।

আজ ১০ই জানুয়ারী শুক্রবার, ঠিক বিকেল চারটায়, ফিডার রোডের সংযোগস্থলে, দেওয়ানপাড়া মাঠে , মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য নগর উন্নয়ন সংস্থার উদ্যোগে ও কামারহাটি পৌরসভার পরিচালনায়, ১২৫ তম স্বয়ংসিদ্ধা মেলা ২০২৫ এর শুভ সূচনা হলো বিকেল চারটায়,

এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জালন ও সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

এই মেলার শুভ সূচনা করেন , পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জনাব ফিরাদ হাকিম, বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ও অধ্যাপক সৌগত রায়, বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, মন্ত্রী সুজিত বসু, অদিতি মুন্সী, মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় , কামারহাটির বিধায়ক মদন মিত্র, কাকলি ঘোষ দস্তিদার, সহ অন্যান্য অতিথিবর্গ এবং আমন্ত্রিত সকল কাউন্সিলর এবং পৌরমাতারা, এই অনুষ্ঠানটি সুন্দর ভাবে পৌরহিত করেন পৌর প্রধান, পরিষদ সদস্য শ্রীমতি মেঘনা মিত্র।

মেলার শুভ সূচনার পর,, সকল অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পরিয়ে এবং পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করেন,

প্রতিবছরের ন্যায়, এই বছরও স্বয়ংসিদ্ধা মেলা ২০২৫ বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং ৭০ টি স্বনির্ভর গোষ্ঠী ও স্বনির্ভরযুক্ত উদ্যোগীদের নিয়ে শুরু হল মেলার, এই মেলায় প্রায় 40টিরও বেশি স্টল রয়েছে।, মেলাতে থাকছে মহিলাদের তৈরি হাতের জিনিস, লজেন্স কেক পিঠে পুলি অন্যান্য সামগ্রী , এই মেলা ১০ই জানুয়ারী থেকে ১৫ই জানুয়ারী পর্যন্ত প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত্রি নটা পর্যন্ত।

সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য প্রধান অতিথিরা জানান স্বয়ংসিদ্ধা মেলা মহিলাদের পথ চলার দিশা দেখায়, মহিলা গোষ্ঠীর হাতের তৈরি জিনিস এই মেলায় স্থান পায় এবং মহিলাদের উৎসাহিত

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা, পশ্চিমবঙ্গ

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required