Search for:
রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায় , পশ্চিমবঙ্গ

আজ ১৫ ই ডিসেম্বর রবিবার, মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকায় কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচন আজ, আর সেই নির্বাচনকে ঘিরেই উত্তেজনা ছড়ালো, সকাল থেকেই বুথ জ্যাম করেছে তৃণমূলের কর্মী সমর্থকরা।

অন্যদিকে পাশাপাশি বিরোধী পক্ষের ভোটার স্লিপ ছিড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ, আনলেন, এর প্রতিবাদ করতে তৃণমূল নেতৃত্ব অসীম মাঝীর নেতৃত্বে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ জানান, বিজেপির জেলা নেতা নেতৃত্ব সাদ্দাম হোসেনকে মারধর করা হয় বলে জানা যায়।

তবে তৃণমূল অস্বীকার করেছে বিষয়টি, টাকায় উপস্থিত ছিলেন বিজেপি জেলা নেতা শেখ সাদ্দাম হোসেন , বিজেপি নেতা জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত, তৃণমূল নেতা অসীম মাঝী সহ অন্যান্যরা।

এই নিয়ে চলে বেশ কিছুক্ষণ ধরে চলে উভয়ের মধ্যে বাথ বিতন্ডা ও চাঞ্চল্য , তবে বড় ধরনের ঘটনা ঘটেনি,। প্রশাসনের আধিকারিকরা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required