Search for:

মিলওয়াকিতে জনসমাবেশের মধ্য দিয়ে এদিনের প্রচার কর্মসূচি শেষ করেন তাঁরা।

এর আগে মিশিগানের ওয়ারেন শহরে এক জনসমাবেশে ট্রাম্প বলেন, ‘চার বছর ধরে আমরা যে লড়াই করছি, আগামী চার দিন পর তা শেষ হচ্ছে।’ পরে যে ভেন্যুতে ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেয়েছিলেন, সেখানে এক সমাবেশে বক্তব্য দেন। পেনসিলভানিয়ায় হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার মাত্র কয়েক দিন পর এ ভেন্যুতেই জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন তিনি।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ‘প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য লিজ চেনির ওপর বন্দুকের প্রশিক্ষণ নেওয়া উচিত।’ এ বক্তব্য অবশ্যই প্রত্যাহার করতে হবে। যিনি এমন সহিংস বাগাড়ম্বরপূর্ণ কথা বলতে পারেন, তিনি পরিষ্কারভাবে একজন অযোগ্য ব্যক্তি। তিনি প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য।

কমলা হ্যারিস, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী

সম্প্রতি তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত কমলার বিভিন্ন সমাবেশের মতো গতকালের একটি সমাবেশে হাজির হওয়ার কথা ছিল তারকা র‍্যাপার কার্ডি বির।

এর আগে কমলা তাঁর একজন গুরুত্বপূর্ণ রিপাবলিকান সমর্থককে নিয়ে (ট্রাম্পের সমালোচকদের একজন) ট্রাম্পের ‘সহিংস বাগাড়ম্বরপূর্ণ মন্তব্যে’ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। উইসকনসিনের ম্যাডিসনে সাংবাদিকদের কমলা বলেন, ‘ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, “প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য লিজ চেনির ওপর বন্দুকের প্রশিক্ষণ নেওয়া উচিত।”’

 

 

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required