
মা কাঁদে –
কারণে, অকারণে ও নানা কারণে, নীরবে।
মায়ের চোখের জল কে থামাবে?
মায়ের কান্না থামানো কি সম্ভব?
শত চেষ্টা ফলেও মা কাঁদে আড়ালে, নীরবে, বিছানায় একা চোখ লুকায়ে একা কাঁদে।
কেউ নেই, খাঁ খাঁ রোদে এক বুক জ্বালা নিয়ে আকাশের দিকে অসংখ্য জারিজুরি অশ্রুজলে সব ধুয়ে যায়।
মা কাঁদে একা, ভীষণ একা, একান্ত আড়ালে – এ কান্না থামানোর প্রিয় মানুষ আজ যেন দূরে ,বহু দূরে –
কান্না যেন থামে না, হয়তো কোনদিনই থামবে না।
মা কাঁদে –
কারণে, অকারণে ও নানা কারণে, নীরবে।
#বিনয় দেবনাথ।