#মানুষ বড় স্বার্থপর-
মেঘের আড়ালে রোদ হারিয়ে গেল হায়…….. অনেক তো হলো এবার।
আকাশ নেই মৃত্যুর পর;
কিছুই নেই আকাশের পর।
মেঘের গায়ে বৃষ্টি ভেজা রোদ হেটে দেখ বহু পথ……..
অরণ্য পাহাড় দেখতে সবুজ;
চেপে রেখে আসাদ বড় স্বাদ।
এ নিয়ে থাকা যায় কি বেঁচে?
দেখে না কেউ মনের গোপন যন্ত্রণা;
বাস করে ঘরেতে এ যেন শুধু বেদনা।
বলি কোথায় আমি এত দুঃখের কথা হায়……..
আমি যেন অসহায়।
শুধু যেন মিশে আছে সাগর পাহাড় মাটি এখানে;
সত্যিই #মানুষ বড় স্বার্থপর।।
#বিনয় দেবনাথ।