
মাঝপথে হারিয়ে যাওয়া
—জুনাইদুল্লাহ্ তানভীর ।
একটা লম্বা পথ দিয়ে হাটা।
মাঝে মধ্যে হোঁচট খেয়ে পরে যাওয়া।
গন্তব্যের কথা মনে হলে,
আবার নতুন করে উঠে দাঁড়া।
চলতি পথে ভিন্ন রঙের মানবের সঙ্গে
পরিচিত হওয়া।
সময়ের প্রেক্ষাপটে তার থেকে হারিয়ে যাওয়া।
ঘুমের ঘরে কাউকে নিয়ে সপ্ন দেখা।
আবার সজাগ হলে সেই সপ্নের ইতি টানা।
কাউকে চাওয়া আর কাউকে পাওয়া,
এ-ই সব মিলেই আমদের জীবন।
আর এই জীবনের মাঝপথে
এমন জনের সাথে দেখা হয়ে যাওয়া,
যে নাকি নয় কোন মানব।
এই চাওয়া পাওয়ার হিসাব মিলাতে মিলাতেই
সময় হয়ে যায় আমাদের জীবনের ইতি টানার।
সপ্নগুলো পরে থাকে এই রঙের ত্রিভূবনে,
নিঠুর দেহ প্রাসাদ গড়ে বাঁস ঝাড়ের ওই নীড়ে।