মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান খোরশেদ আলী খান
বাবুল রহমান রবিন
গাইবান্ধা জেলা প্রতিনিধি
মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন, গাইবান্ধা ফুলছড়ি উপজেলার ৪ নং গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান,
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। আমরা গভীর শ্রদ্ধা আর ভালবাসা সঙ্গে স্মরণ করি সেই সব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। স্মরণ করি স্বাধীনতার স্থপতি বীর শহিদদের
সালাম জানাই সেই সব বীর সেনাদের যারা শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যত প্রজন্মের একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। যেসব নর-নারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে বিজয়ের মাধ্যমে আমরা আজ স্বাধীন;তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের রুহের মাগফিরাত কামনা করি।
চেয়ারম্যান খোরশেদ আলী খান আরো বলেন, মহান বিজয় দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের, যারা পরাধীনতার আধার ঘুচিয়ে এনেছিলো বিজয়ের আলো। সকলকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা
গাইবান্ধা ফুলছড়ি উপজেলার ৪ নং গজারিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবাইকে জানাই বিজয়ের শুভেচ্ছা। বিজয়ের ৫৪ বছরের প্রত্যাশা একটাই সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ। চিরজীবী হোক বাংলাদেশ।