
মনে পড়ছে- বহুদিন পরে
প্রথম প্রেমের প্রহর
হৃদয়ের ব্যথা ঝড়ে না পাওয়া।
তোমার কন্ঠস্বরে তোমায় ছাড়া
সেই ছত্র ছায়ায় খাঁ খাঁ রোদে
মধ্য দুপুর বেলায় কি একলা।
মনে পড়ছে – দুজন মিলে
অর্থ ছাড়া শর্তগুলো পূরণে যেন
মাথার কিড়ে রেখে দিব্যি দিতো।
নদীর মত যেন বয়েই যেতাম,
পলকে পলকে ভীষণ ব্যাথায়
চোখের জল যেন মুছে দিতো ।
মনে পড়ছে – সোনালী ধানের
ক্ষতের দৃশ্যটিকে ভালোবেসে-
সে মনে কোমল কান্না করতো।
এলোমেলো যেন মেঘের মতো
কান্নায় ভেঙে বুকটা আমার
জড়িয়ে ধরে সব ভিজিয়ে দিতো।
প্রেম-বিরহ যেন ধিক্কা দিয়েছে
সেগুলোর কথা- #মনে পড়ছে।।
#বিনয় দেবনাথ।