Search for:
মোঃ রাজু – সাভার প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ সহযোগী কথিত ভাগ্নে জাকির হোসেন ওরফে মামা জাকির গ্রেফতার হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) ডিএমপি এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। তবে জাকিরকে কখন কিভাবে কোন স্থান থেকে আটক করা হয়েছে তা বিস্তারিত জানতে চাইলে তিনি জানান, জাকিরকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কাজ করছেন, এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

জানা গেছে, জাকিরের বিরুদ্ধে জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সাভার মডেল থানায় একাধিক হত্যা মামলাসহ হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এরপর থেকেই জাকির আত্মগোপন চলে যায়। আজ শনিবার রাজধানী থেকে তাকে আটকের পর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানায়।

এছাড়া জাকিরের বিরুদ্ধে মঞ্জরুল আলম রাজীবের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলদারিত্ব ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের পদ বাণিজ্য, বিভিন্ন নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required