নদীয়ার গেদে স্টেশনে ,আজ এক রেলের অনুষ্ঠানে ,ভারতীয় রেল বোর্ড ও বাংলাদেশ রেলবোর্ড, দিল্লি ও ঢাকা থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে শিয়ালদহ ডিভিশনের রেলের জিএম ও রানাঘাট লোকসভার সংসদ জগন্নাথ সরকার ফ্লাগ নেরে অনুষ্ঠানে শুভ সূচনা করেন।…
ভারত বাংলাদেশ সীমান্ত গেদে থেকে ভারতীয় কুড়িটি ইঞ্জিন বাংলাদেশকে উপহার দেওয়ায় খুশি বাংলাদেশ সরকার।…
প্রসঙ্গত এর আগে লকডাউনের সময় ২০২০ সালে দশটি ইঞ্জিন ভারত উপহার দেয় বাংলাদেশকে, দিল্লি থেকে রেলমন্ত্রী এবং বাংলাদেশের রেলমন্ত্রীর ভার্চুয়ালি অনুষ্ঠান করেন, আর তার আগে গেদেতে উপস্থিত ছিলেন ভারতীয় রেলের জেনারেল ম্যানেজার এবং রানাঘাট লোকসভার সংসদ জগন্নাথ সরকার ,দুই দেশের মধ্যে সুসম্পর্কের জেরেই এই উপহার বলে জানা যায়। ফলে বাড়বে অর্থনৈতিক পরিকাঠামো….।