Search for:

ও”হে শশীকান্তবাবু –

তুমি একজন সুদক্ষ- শান্তশিষ্ট ভদ্রলোক।

তীব্র শোক বিরহ নামক এসব কি তোমার;

ক্ষুদ্র অন্তরীপে,

কিংবা দূর মোন্থোর সমীপে

নিস্তব্ধে একা বসে থাকা কি তোমার সাজে?

প্রয়োজনে ও অপ্রয়োজনে

হঠাৎ কেন প্রান্তরজোড়া বাঁধের ছিদ্র খুলে-

কেনই বা ডেকে আনো অন্ধকার ভাবান্তর জল।

মরুভূমি কি কখনো নদী বা সাগর হতে পারে?

নিরাকার স্বপ্ন ফেনিল শক্ত মাটি হবে- জেনো

তাতে কোন লাভ নেই।

যেহেতু- তুমি একজন ভারসাম্যবাদী অকৃত্রিম ও আদি, তোমার উচিৎ নিজস্ব জায়গা থেকে বিপ্লবে বেরিয়ে যাওয়া।

তুমি তো একজন সুদক্ষ/ সুচারু #ভদ্রলোক।।

#বিনয় দেবনাথ।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!