Search for:

দিন যায় রাত যায় অশ্রুজলে

এ প্রহর যেন শেষ হয় না আর
নীরব কষ্ট যেন যন্ত্রণা ঢলঢলে
যেন এক অস্থির জীবন আমার।

মন- কষ্টের কথা যায় না বলা
কি করিবো বলে দাও হে বিধাতা
অসহায়ত্ব জীবন যেন বদ্ধজ্বালা
নিষ্ঠুর ভুবনে শুধুই পেলাম ব্যথা।

জীবন তরে কষ্টে হলাম দিশেহারা
অসয্য ক্লান্তি চরম হতাশা ভ্রান্তি
অর্জিত সবই নিয়ে গেলো ওরা
পোড়া কপালে পেলাম অশান্তি।

মনকষ্ট কথা বলিবো কাহার সনে
এ যেন নির্মম ভাগ্যের পরিহাস
আপন হলো পর ঠাঁই যেন বনে
জীবন-শ্রম বৃথা এ অরণ্যে বাস।

কষ্ট-মালা পড়ে বসে আছি একা
আর ভাবছি বসে বসে নিরবে
পাবো কখন ঈশ্বরের শেষ দেখা
আমার #বয়স কবে শূন্য হবে।।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!