চুয়াডাঙ্গা সদর প্রতিনিধি : প্রদীপ কুমার বিশ্বাস
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর থেকে বিপিএলের এবারের আসর শুরু হওয়ার কথা রয়েছে।বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হবে আগামী ১৪ অক্টোবর। তার আগেই সরাসরি চুক্তির মাধ্যমে ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগ কাজে লাগাতে যেন আটঘাট বেঁধে নেমেছে চিটাগাং কিংস।
বড় বড় নামগুলোকে আগেভাগেই দলে ভেড়াচ্ছে চিটাগাং কিংস। বড় চমক হিসেবে নিজেদের দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানকে। সবকিছু ঠিক থাকলে আসন্ন বিপিএলে চিটাগাংয়ের হয়ে বিপিএল মাতাবেন এই অলরারান্ডার।জাতীয় দলের পেসার শরিফুলকে ইতোমধ্যে নিজেদের ডেরায় ভিড়িয়েছে দলটি। ইংল্যান্ডের মঈন আলী ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে আগেই চুক্তি সেরে রেখেছে তারা। এরপর পাকিস্তানের হায়দার আলির সঙ্গেও কথাবার্তা পাকা করে রেখেছে বন্দরনগরীর দলটি।
বিপিএলের গত আসরে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন লিটন দাস। কুমিল্লার হয়ে ১৪ ম্যাচে ৩৯১ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছিলেন তিন নম্বরে। এবার তার ওপরেও নজর রয়েছে চিটাগাং কিংসের। গুঞ্জন রয়েছে, সবকিছু ঠিক থাকলে এবার চিটাগাংয়ের হয়ে বিপিএল মাতাবেন লিটন দাস। এদিকে গত আসরে ফরচুন বরিশালকে শিরোপা জেতানো তামিম ইকবাল এবার থাকছেন দলটিতে। রিটেনশন ক্রিকেটার যদি তিনজন হয় সেক্ষেত্রে তামিমের পর মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে ধরে রাখতে পারে বরিশাল। এ ছাড়া বিদেশি হিসেবে পুরো সিজনের জন্য থাকছেন ডেভিড মালান এবং ফাহিম আশরাফ। আসরের শেষ ভাগে ডেভিড মিলার এবং কাইল মায়ার্সের বরিশালে যোগ দেয়ার কথা রয়েছে। দলটির কোচিং স্টাফেও থাকছে কিছুটা পরিবর্তন। গত আসরে ব্যাট হাতে আলো ছড়ানো তানজিদ হাসান তামিমকে এবার সরাসরি সাইনিংয়ে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। গত আসরে চিটাগাংয়ের হয়ে ১২ ম্যাচে ৩৮৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে ছিলেন বাঁহাতি এই ওপেনার। তার আগে মুস্তাফিজুর রহমানকেও দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিপিএলের এবারের আসরে পরিবর্তন এসেছে তিনটি দলে। এবার ফিরে এসেছে ঢাকা ও চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি। থাকছে না কুমিল্লার কোনো দল। রাজশাহী থেকে থাকছে নতুন ফ্র্যাঞ্চাইজি।