Search for:
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৮:০২ এএম

সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা আজ। শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হবে সম্পদের দেবীর আরাধনা। দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমায় হয় এই পূজা।

হিন্দুদের বিশ্বাস, ভক্তদের ধনধান্যে ভরিয়ে দিতে পূজা গ্রহণ করতে ধরায় আসেন দেবী লক্ষ্মী। ঘরে ঘরে এর আয়োজন হলেও, মন্দির-মণ্ডপেও অধিষ্ঠিত হবেন সম্পদের দেবী। এদিন দেবী লক্ষ্মীর পায়ে পুষ্পাঞ্জলি অর্পণের আগে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে আলপনা আঁকা হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ছাড়াও রয়েছে নানা ধর্মীয় আচার।

আজ সন্ধ্যায় পূর্ণিমা তিথির শুরু। শেষ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায়।

শাস্ত্র মতে, খুব অল্পেই সন্তুষ্ট লক্ষ্মী দেবী। কিন্তু নির্ধারিত নিয়মাবলি ও কিছু বিধি-নিষেধ মেনে দেবীকে আহ্বান জানাতে হয়। রীতি অনুযায়ী, এই দিনে হিন্দু গৃহবধুরা পূজা শেষ না হওয়া পর্যন্ত উপবাস থাকে। পূজা শেষে লক্ষ্মীর পাঁচালী পাঠ করে। রাজধানী থেকে শুরু করে সারা দেশে প্রতিটি হিন্দু সম্প্রদায়ের ঘরের আঙিনায় লক্ষ্মীর পায়ের ছাপে আল্পনা আঁকা এবং মোমবাতি প্রজ্বালনও করে তারা।

বাদল রাজবংশী দৈনিক সংবাদ পত্র 24

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!