ব্রেকিং নিউজ :— ঢাকা নবাবগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল করেছে যুবদল।
যুবনেতা মো.মোজাহিদ খানের নেতৃত্বে নবাবগঞ্জে মিছিল,আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে ঢাকা নবাবগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
গতকাল রবিবার ২৭ অক্টোবর বিকেলে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে নবাবগঞ্জ চৌরঙ্গি নবাবগঞ্জ উপজেলা গেইট পর্যন্ত মিছিল,আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে নবাবগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ রেলি হয়।
বিকেল ৫টায় শহীদ মিনার চত্বর থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ মিছিলটি বের হয়। যুবদল নেতা মো.মোজাহিদ খানের নেতৃত্বে মিছিলটি উপজেলা ফটক হয়ে বাগমারা বাজার প্রদক্ষিণ করে শহীদ মিনারে ফিরেন। এসময়
শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত পথসভা করেন যুবদল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখেন যুবদল নেতা মো. তারেক হোসেন,মো.নাঈম,মো রনি, ইকরাম হোসেন,
মিরাজ হোসেন,সাইদুল মোড়ল,তানভীর শরীফ,শেখ শাওন প্রমুখ। পরে কলাকোপা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন যুবদলের নেতারা।
বাদল রাজবংশী
দৈনিক সংবাদপত্র 24