Search for:

বিষন্ন শরৎ –

ভোরের শিশির উষ্ণ ঘাশফুল উড়ে যায় শরতের হাওয়া;
শূন্য ডাঁটির কাছে নাই যেন কারো কিছু চাওয়া পাওয়া।

ঐ সাদা মেঘগুলো যেন দূরে ভেসে যায়;
অন্তরা শুভ্র কাশফুল যেন সব কথা হারায়।

বনের কপোত-কপোতী আর যেন করে না ভিড়;
দিনের শেষ বেলায় ঐ পাখিরা যেন খুঁজে নেয় নীড়।

শিশিরকণা ঘাসে যেন চুপিসারে বলে;
হে মায়াবী শরৎ তুমি কি যাবে চলে?

ভাবান্তর মন যে হৃদয়ে স্পন্দন বাড়ে;
কে-ই বা ভাবে- চলে যাবে কার ঘরে?

বিদায়ী শরৎ আজ যেন তাড়া করে হারানো হৃদয়ে;
প্রিয়সী শরৎ আজ চলে যায় শেষে#বিষন্ন শরৎ হয়ে ।।

#বিনয় দেবনাথ।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!