Search for:

বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। (১০.১০.২০২৪) ০৭.৪৪ পি এম বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম এক শতাংশের বেশি বেড়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) এমন চিত্র দেখা গেছে। মূলত যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের পর তেলের চাহিদা বেড়েছে। তাছাড়া মধ্যপ্রাচ্যের সরবরাহ সংকটও নজরে রয়েছে।

এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক শূন্য এক ডলার বা এক দশমিক ৩ শতাংশ বেড়ে ৭৭ দশমিক ৫৯ ডলার হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম এক ডলার বা এক দশমিক ৪ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে।জানা গেছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মিলটন। সেখানের এক-চতুর্থাংশ জ্বালানি স্টেশনে পেট্রোল শেষ হয়ে গেছে।

তাছাড়া ইরান থেকে ইসরায়েলে ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকে। কারণ যেকোনো সময় ইরানের তেল স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইসরায়েল। ইসরায়েলের হামলার আশঙ্কায় উদ্বেগ রয়েছে বিনিয়োগকরাীদের মধ্যে।এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট ইরানে কঠোর হামলার হুমিক দিয়েছেন।গত ১ নভেম্বর ইসরায়েলে হামলা চালায় ইরান। এরপর তেল আবিবও পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যেকোনো হামলার জবাব দিতে প্রস্তুত। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

চুয়াডাঙ্গা সদর প্রতিনিধি প্রদীপ কুমার বিশ্বাস

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!