Search for:
  • Home/
  • নিজস্ব প্রতিনিধি খবর/
  • বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা 

বাবুল রহমান রবিন -গাইবান্ধা জেলা প্রতিনিধি

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একদফা দাবিতে গাইবান্ধায় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এটিআই’র কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করে।

প্রতিষ্ঠানটির সামনে অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- কৃষি ডিপ্লোমা শিক্ষার্থী মুনতাসির রহমান, আল ইমরান, এম সাকিবুল ইসলাম সাকিব, মেহেদী হাসান, সাকিব হাসান শিহাব, ফাহিম মিয়া, জান্নাতুল নাইম মিতু, মারুফা আকতার, মাইশা আকতার ফাতেমাসহ আরও অনেকে।

বক্তারা, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অন্যথায় পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়সমুহে উচ্চ শিক্ষার জন্য নির্দিষ্ট আসনের দাবি জানান।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!