Search for:

হৃদয়ে এক এক ব্যথা উঁকি দেয় রোজ-

গভীর এক ক্ষত ব্যাধি আমাকে গ্রাস করে;

সমুদ্রের গর্জন বুকে নিয়ত -অগণিত ব্যাথা সর্বক্ষণ।

 

ভেঙে পড়ে শরীরে;

হিংস্র জনতার দৃষ্টিকে ফাঁকি দিয়ে নিজকে শাণিত করি- সংযত চিত্তে যেন আমি আরও সংযত হই।

 

ঝরাপাতা- ঝরনার অবিরাম ধারা ভেতরে সমুদ্রের গর্জন

পলক খসে পড়ার গান শুনতে শুনতে মনে হয়

তোমাকে- শুধু আমিও একদিন চেয়েছিলাম।

কতদিন বৈষ্ণবীর সাথে গেম্মেছি সেই মধুর সুরে গান শুনবো বলে;

এনেছি জীবনের সব সঞ্চয় আনত পাতাদের ভিড় থেকে।

 

অনেক সন্ধ্যার ভিড়ে গিয়েছি কিন্তু- গান শুনানো আর হলো না-

সেইসব মনে হলে তুমুল বৃষ্টি নামে অনেক কথা ভুলে।

 

জটিল হয়ে যাই সহজ হাত দিয়ে-

তাহলে কি তুমিও জটিল হও?

 

এখনও রুয়ে যাই স্বপ্ন নীলঘন আকাশ বয়সের বিপরীতে;

রঙিন দীর্ঘরাত, ডোরাকাটা ভোরে জেগে থাকি এখনও

যদি তোমাকে কিংবা হারিয়ে ফেলি কোনো যতচিহ্ন।

 

#বিনয় দেবনাথ।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!