কলমেঃ-অজিত কুমার সিংহ
তারিখঃ-১৬/৯/২৪ইং
আজ নবমী।আগামীকাল দিনমণি
গগনে উদিত হলে বিজয়া দশমী।
পাগল কাহ্নুপা কেঁদে বলে,”মাগো,তুমি
যেয়ো না চলে কৈলাশে।নয়নের মনি
তুমি।তিনদিন বাঙালির অন্ধকার
ঘরে জ্বলেছিল আলো।তুমি চলে গেলে
ফের বাঙালির ঘরে ঘরে অন্ধকার
নেমে আসবে।তোমার চরণ কমলে
নমি আমি প্রণাম জানাই। এ বিরহ
জ্বালা বাঙালি সইবে কেমনে? মা, কহ,
কেমনে ঘরের প্রদীপ নিভিয়ে চলে
যাবে তুমি? মাগো,তুমি চলে গেলে
নয়নের জলে ডুবে বাঙালিরা মারা যাবে।
ফের এসে তুমি তাদের পাবে না ভবে।”