Search for:

১২ টা ৪৬ মিনিট, ১১ অক্টোবর ২০২৪
বিএনপির নাম ভাঙিয়ে অনেকেই ব্যবসাপ্রতিষ্ঠান, মিডিয়া হাউজে হানা দিচ্ছে: রিজভী
দুঃসময়ে অনেকেরই খবর ছিল না। কিন্তু এখন অনেকেই দলের নাম ভাঙিয়ে অপতৎপরতা চালাচ্ছে। দলের সুনাম নষ্ট করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শুক্রবার (১১ অক্টোবর) বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে গেল ১৫-১৬ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। নিজদেশে বাস্তুহারা হয়েছিল। ৬০ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্রের যবনিকাপতন ঘটানো হয়েছিল। কিন্তু সেই দুঃসময়ে অনেকেরই খবর ছিল না।তিনি বলেন, অনেকেই দলের নাম ভাঙিয়ে অপতৎপরতা চালাচ্ছে। দলের সুনাম নষ্ট করছে। অথচ রাজনৈতিক দুর্যোগের ঘনঘটায় এদের জীবন নিরাপদে কেটেছে। এখন অনেকে ব্যবসাপ্রতিষ্ঠান, মিডিয়া হাউজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হানা দিয়ে খবরদারি করার চেষ্টা করছে। তারা কেউ বিএনপির প্রতিনিধিত্ব করে না৷

চুয়াডাঙ্গা সদর প্রতিনিধি প্রদীপ কুমার বিশ্বাস

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!