Search for:
  • Home/
  • কলকাতা/
  • বাংলার মহিলাদের সম্মানিত করার জন্য, দিদিকে ধন্যবাদ জানিয়ে , একটি Rally করলেন মহিলা তৃণমূল কংগ্রেস

 

১০ই ফেব্রুয়ারী শনিবার, মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগ, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মহিলাদের সম্মানিত করার জন্য‌ গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত এক বিশাল Rally করলেন,বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে,

মিছিলের প্রথম ভাগে ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শশী পাঁজা, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডে পৌরমাতা, মহিলা কাউন্সিলার, ও অন্যান্যরা

প্রায় কয়েক হাজার মহিলা তৃণমূল সদস্য হাতে প্লাকার নিয়ে, এই মিছিলে পা মেলান এবং দিদির জয়ধ্বনি করতে থাকেন শাঁখ বাজিয়ে,
ঢাক ও আদিবাসী নৃত্য পরিবেশিত হয়,

তাহারা বলেন দিদি সব সময় মহিলাদের কথা ভাবেন, তাই লক্ষ্মী ভান্ডারে টাকাও তিনি বাড়িয়ে দিয়েছেন ৫০০ টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত,

প্রকল্পের মাধ্যম দিয়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন, সকলকে পাশে রাখার চেষ্টা করেন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তিনি সবসময় আন্দোলন করে চলেন। এমনকি বকেয়া টাকা আদায়ের তিনি রেড রোডে ধর্ণাতেও উপস্থিত , পাওনা টাকা যাতে কেন্দ্রীয় সরকার মেটাই তার আন্দোলন করে চলেছেন, মানুষদের কথা ভেবে তিনি বাধ্য হয়েছেন এই ধর্ণা করতে, কাজ করো বঞ্চিত এখনো টাকা পাচ্ছে না।

 

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!