#বসন্ত আমার-
ঐ দেখো কত পাখি ওরে আসে রঙিন বসন্ত সেজে
প্রজাপতির মেলায় উৎসব খানি যেন মনের মাঝে
ভালোবাসায় যেন মনে হলো দুই হৃদয় নীরবে ভাসছে
ওদের এই প্রকৃতির রূপে তৃপ্তিতে যেন বসন্ত আসছে।
কত যে ভালবাসি হায় আমাদের এই বসন্তের হাওয়া
এ-তো সুন্দর প্রকৃতির মাঝে যেন
বসন্তেই পাওয়া
ঋতুর আবেশে বসন্ত এসে যেন ভাটিয়ালি গান গায়
নায়ের মাঝি যেন এ প্রকৃতিতে বসন্তের গা ছুঁয়ে যায়।
মনের মাঝে ভালো লাগা যেন এই দৃশ্যটি রাশি রাশি
এ-ই ঋতু বসন্ত আগমনে বংশী বাজায়ে যায় আড়বাঁশি
ফাগুনের সৌন্দর্য মৃদু হাসি যেন অপূর্ব রুপ তোমার
সত্যিই যেন ভালোবাসি তোমায় হে প্রিয় এ বসন্ত আমার।।
#বিনয় দেবনাথ।
1 Comment
Excellent performance! 🌹