Search for:
বাবুল রহমান রবিন – গাইবান্ধা জেলা প্রতিনিধি

হেমন্তের প্রাকৃতিক ঋতু চললেও উত্তরের জেলাগুলোতে শীতের আগমন ধরা পড়েছে। গাইবান্ধাসহ উত্তরাঞ্চলে শীতকালে তীব্র ঠান্ডা অনুভূত হয়, যা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কষ্ট দেয়। শীতের এই কষ্ট থেকে দরিদ্র শিশুদের সুরক্ষা দিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (টিশার্ট) বিতরণ করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) গাইবান্ধা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মরহুম ওয়াহেদ বিশ্বাস বাবুর ছেলে ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহা বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়ছার আখতার বলেন, “শীতকালে দরিদ্র পরিবারের শিশুদের দুর্ভোগ বেড়ে যায়। তাই সমাজের বিত্তবানদের উচিত এসময়ে দরিদ্রদের পাশে দাঁড়ানো।”

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সফিউল করিম দোলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ.এইচ.এম সোলায়মান শহীদ, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন লেবু, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সাঈদ সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ ছোটন, কঞ্চিপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মফিজল হক রনি, সদস্য সচিব তুলন বিশ্বাস, সদস্য ইলিয়াস হোসাইন এবং কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর ইসলাম হোসেন।

এ উদ্যোগটি শিক্ষার্থীদের জন্য শীতকালে কিছুটা স্বস্তি আনতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required