Search for:

বাবুল রহমান রবিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি

আটককৃত ব্যক্তি ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউশি গ্রামের মাহাঙ্গি লাল চৌধুরী ছেলে প্রিয়তম(৪০)। গত রাত্রি ২:৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ রাজিব বসুনিয়ার নির্দেশে সাব ইন্সপেক্টর সেকেন্দার আলী নেতৃত্বে এএসআই আসাদুল ইসলামের ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গজারিয়া ইউনিয়নের টি বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে ১১ বোতল বিদেশি মদ MCDOWCLLS NO-1 LUXERY ESTD 1897 375ML সহ প্রিয়তম(৪০)কে আটক করেছে ফুলছড়ি থানা পুলিশ তার বিরুদ্ধে ফুলছড়ি থানায় নিয়মিত মাদক মামলা অজু করা হচ্ছে।

এ বিষয়ে ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ বলেন গাইবান্ধা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ মোশাররফ হোসেন স্যার এর নির্দেশনায় গাইবান্ধা জেলাকে মাদকমুক্ত জিরো টলারেন্সের ঘোষণার অংশ হিসেবে, গতরাত্রে গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি ২:৩৫ মিনিটে গজারিয়া ইউনিয়নের টি বাঁধ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় এবং ১১ বোতল মদ সহ প্রিয়তম(৪০) নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!