Search for:

পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ, রাতে নদীতে মিললো ২ শিশুর মরদেহ ১২ অক্টোবর ২০২৪চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মাথাভাঙ্গা নদী থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আঠারখাদা গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে পাড়ার মন্দিরে পূজা দেখতে গিয়ে শিশু দুটি নিখোঁজ হয়েছিল।

নিহত দুই শিশু আঠারখাদা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সামিউল্লাহ ওরফে তাসিফ (৮) ও একই এলাকার হুমাউনের ছেলে হুজাইফা (১০)।স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে তাসিফ ও হুজাইফা পাড়া নামক একটি মন্দিরে পূজা দেখার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে দুই পরিবারের সদস্যরা তাদের আর কোনো খোঁজ পায়নি। সন্ধ্যায় বাড়ি না ফিরলে দুই পরিবারের সদস্যসহ স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে মাথাভাঙ্গা নদীতে তাদের মরদেহ পাওয়া যায়।খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া। তিনি বলেন, ‘দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ দুই শিশুর মরদেহ আঠারখাদা গ্রামে মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

চুয়াডাঙ্গা সদর প্রতিনিধি প্রদীপ কুমার বিশ্বাস

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!