Search for:
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ

আজ ১৫ ই ডিসেম্বর রবিবার, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী শালবনী ১০ নম্বর কোন্নগড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান নিজের নামে আবাস যোজনার তালিকায় থাকা বাড়ি ফিরিয়ে দিলো।

পাশাপাশি তিনি জানিয়েছেন, আমার থেকেও অনেক গরিব মানুষ আছেন ,যাদের প্রকৃত বাড়ির প্রয়োজন, তার আগে পাক বাড়িসহ মাথার উপর ছাদ, তাই তিনি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, নিজের নামের বাড়ি আবাস তালিকায় থাকা সত্ত্বেও ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন স্থানীয় শালবনী ব্লক প্রশাসন ও নিজের অফিসের আধিকারিকদের, পাশাপাশি তিনি লিখিত আকারেও জমা করেছেন নিজের নামের বাড়ি যাহাতে ফিরিয়ে দেওয়া যায়।

স্থানীয় মানুষদের অভিযোগ তারা বাড়ি পাচ্ছেন না, এলাকায় বহুবার ইনকোয়ারী হয়েছে, অথচ আজও বাড়ি পেলাম না। ১০ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানও জানিয়েছেন ,এই ধরনের সিদ্ধান্ত তার সম্পূর্ণ নিজস্ব, এই সিদ্ধান্ত নেয়ার জন্য তিনি গর্বিত বোধ করেন।

অপরদিকে তিনি জানান, যাহাতে অন্য একজন এই বাড়িটি পায়, তাহার জন্য তিনি এই সুবিধা করে দিয়েছেন, তাহার সিদ্ধান্তকে এলাকাবাসী সাধুবাদ জানান, উপস্থিত ছিলেন শালবনীর কোন্নগর ১০ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়াংকা চক্রবর্তী, এবং উপস্থিত ছিলেন প্রধান সরস্বতী মান্ডি ১০ নম্বর কোন্নগড় গ্রাম পঞ্চায়েত ও উপস্থিত ছিলেন এলাকাবাসী।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required