Search for:
  • Home/
  • নিজস্ব প্রতিনিধি খবর/
  • পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী আই টি আই তে রেশমী কোম্পানির ক্যাম্পাসিং এ চাকরি হলো শতাধিক ছেলে মেয়ের।
পশ্চরিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায় , পশ্চিমবঙ্গ

আজ ২০ শে ডিসেম্বর শুক্রবার, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী আই টি আই তে শতাধিক ছেলে মেয়ের চাকরি হলো, বর্তমান সমাজে বেকার সমস্যা একটি বড় সামাজিক সমস্যা, সেই বেকার সমস্যা কাটাতে উদ্যোগী হলো রেশমী গ্রুপ অফ শালবনী ব্লকের আইটিআই কলেজ।

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গোপুর রেশমি কোম্পানির উদ্যোগে , শালবনী বাঁকিবাধ গ্রাম পঞ্চায়েতের প্রাইভেট আই টি আই তে আয়োজিত হলো বিশেষ জব ক্যাম্পাসিং ও জব প্রদান কর্মসূচী, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ,হাওড়া ,হুগলী, বাঁকুড়া, পুরুলিয়া এমনকি অন্যান্য রাজ্য থেকে অনেক বেকার ছেলে এই ক্যাম্পাসিং এ অংশগ্রহণ করেন, মূলত 18 থেকে 23 বছরের মধ্যে ছাত্র-ছাত্রীদের জব দিতে এই উদ্যোগ বলে জানিয়েছেন আই টি আই কলেজের চেয়ারম্যান।

ইলেকট্রিশিয়ান ফিটার থেকে শুরু করে বিভিন্ন রকমের জব এর ডালি নিয়ে হাজির ছিলেন খড়গোপুর রেশমি কোম্পানির উদ্যোক্তারা, প্রচুর ছাত্র ছাত্রী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাজির হয়েছেন, আজ ও আগামীকাল এই ক্যাম্পাসিংটি দুদিন চলবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে, এখানে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের পাশাপাশি কিভাবে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হয় সেই সমস্ত কিছুই শেখানো হয়। তেমনি সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কোম্পানিতে যোগ দেওয়ার সুযোগ ও ব্যবস্থা ছিল, প্রসঙ্গত উল্লেখ সম্পত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলায় জেলায় চলছে জব পেয়ার মেলা , অবশ্য বিষয়টিতে কোনরকম যুগ নেই বলে জানিয়েছেন শালবনী প্রাইভেট আইটিআই কলেজের তরফে।

সবকিছু হবে একদম স্বচ্ছ পদ্ধতিতে, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন , রেশমি ও শালবনী প্রাইভেট আইটিআই কলেজ কর্তৃপক্ষ। প্রথম দিন প্রায় ৫৭০ জন ছাত্র ছাত্রীর কর্মসংস্থানে ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন রেশমি কোম্পানির পক্ষ থেকে।

সেই সাথে তাদের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, এখানে ইন্টারভিউতে যারা অংশগ্রহণ করেছে তাহাদের সকলের তথ্য ও বায়োডাটা সংগ্রহ করে রাখলাম। ভবিষ্যতেই তথ্য আমাদের কাজে লাগবে এই ইন্টারভিউতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের অগ্রাহী দিঘার থাকবে। যেকোনো ছাত্রছাত্রী পৃথিবীর যেকোন প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এই ক্যাম্পাসে নিয়ে অংশগ্রহণ করতে পারবেন বলেই জানিয়েছেন।

আইটিআই কলেজে প্লেসমেন্ট সেল এর প্রধান উদয় ভাঙ্গর, ছাত্র ছাত্রীদের আসতে আহ্বান জানিয়েছেন, কলেজের প্রিন্সিপালও শুভম গোস্বামী জানিয়েছিলাম সকলকে আসার জন্য

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required