Search for:

ব্রেকিং নিউজ :— নেপালে ভারি বৃষ্টি ও বন্যা কেড়ে নিলো প্রায় ২০০ জনের প্রাণ

নেপালে ভারি বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৩ জনে। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। খবর এপি’র
বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে নেপাল। ছবি: এপি

আন্তর্জাতিক ডেস্ক

ভারি বৃষ্টিপাত ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে নেপাল। দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। রোববারও বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত ১৯৩ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ আছে বহু মানুষ।

এদিকে পাহাড় ধসের কারণে বন্ধ হয়ে গেছে অনেক রাস্তাঘাট। এতে আটকা পড়েছে বহু গাড়ি। যেগুলো উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল।

বন্যার কারণে স্কুল-কলেজ তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পরীক্ষা। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ভারি বৃষ্টিপাতকে বন্যার কারণ হিসেবে দায়ী করছেন নেপালের আবহাওয়াবিদরা।

নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭০

রাজধানী কাঠমান্ডু অর্ধশতাব্দীর মধ্যে এমন ভয়াবহ বন্যার মুখোমুখী হয়েছে বলে জানান গবেষকরা।

ওদিকে ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় বিহার রাজ্য। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও গাছপালা। নিরাপদ আশ্রয়ের জন্য বেগ পেতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, আগামী কিছুদিন বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে জারি করা হয়েছে জরুরি সতর্কতা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!