Search for:

কলমে :- স্বাধীন কুমার আচার্য্য

তারিখ :- ১৮/০৯/২০২৪

 

রুনুঝুনু বাজে পায়ে পায়েলা

কাঁকনেতে তুলি মধুর তান

আমি নর্তকী নিশির চাঁদনী

ঠুমরি,গজলে শোনাই গান ।।

 

আঁখির ছলনে বুকে হানি শেল

অধরের মোহে করি বেহুঁশ

ওষ্ঠের হাসি হানে বিজুরি

পুরুষে রাখি সদাই খুশ ।।

 

প্রেমের চাতুরী মিছরির ছুরি

পকেটকে করে গড়ের মাঠ

সুরমা লাগানো চোখের চাহনি

হৃদয়ে বসায় প্রেমের হাট ।।

 

আমি তারা বাই পসরা সাজাই

রঙ্গালয়ের চারিপাশে ।

ঝাড় বাতি জ্বলে ঠমকের তালে

পেয়ালা ভরাই সোমরসে ।।

 

নিশির চাঁদনী ঘুমে অচেতন

শান্ত পৃথিবী ঘুমঘোরে

বেহুঁশ পুরুষ আমার নেশায়

নর্তকী তারা জেগে মরে ।।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!