Search for:
  • Home/
  • জাতীয়/
  • নবাবগঞ্জে ভুয়া ডাক্তার আটক

 

ঢাকার নবাবগঞ্জ চৌরাস্তা বাজার এলাকায় ভুয়া চিকিৎসক বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় উপজেলা পরিষদ মার্কেটস্থ প্রাইভেট চেম্বার সালমান অপটিকস থেকে মোঃ সাইফুল ইসলাম (৪৪) নামক একজন ভুয়া চোখের ডাক্তারকে রোগী দেখারত অবস্থায় আটক করা হয় তার বাংলাদেশ ডেন্টাল ও মেডিকেল কাউন্সিলের নিবন্ধন নেই, এমবিবিএস সনদ নেই। তিনি মূলত কাপড়ের ব্যবসায়ী এবং টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার নাগরিক। তবে প্রতি সপ্তাহে নবাবগঞ্জে চোখের রোগী দেখতে আসেন। তাকে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন

 

মোবাইল কোর্ট পরিচালনা করার সময় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সরকারি ডাক্তার উপস্থিত থেকে উক্ত অপরাধীকে সনাক্ত (নিবন্ধন, এমবিবিএস সনদ আছে কিনা) করে দিয়েছেন এবং মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) অভিযান করেন

 

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!