ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নস্থ টিকরপুর এলাকায় অবৈধভাবে ব্যাটারির সীসা গলানোর আস্তানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সীসা প্রাকৃতিক পরিবেশ, বাস্তুসংস্থান, প্রাণী, মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। এখানে এই ক্ষতিকর বর্জ্য আগুন দিয়ে পুড়িয়ে গলানোর ফলে সৃষ্ট ধোঁয়া চারদিকে ছড়িয়ে পরে মানুষের শ্বাস-প্রশ্বাসের জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে। চারপাশের গাছপালা পুড়ে গিয়েছে। সীসা আগুনে পুড়ানোর সময় চারদিকে ধোঁয়া ও ভয়াবহ দুর্গন্ধ ছড়িয়ে পরে।ব্যাটারির সীসা ছাড়াও অন্যান্য মেটাল ডাম্পিং এর কারণেও পরিবেশের ক্ষতি হচ্ছিল। এই স্থানে একটি চক্র কোনরকম অনুমতি ও পরিবেশগত নিরাপত্তা গ্রহণ ছাড়া এই কাজ করে আসছিলো। এখানে প্রতিদিন প্রায় ৫-১০ টন সীসা গলানো হতো। অধিকাংশ ক্ষেত্রে তারা রাতে এই কাজ করতেন।
মোট মামলা-০৫টি
কারাদণ্ড-১৫ দিন
দন্ড পাপ্তরা মোঃ শামিম ইসলাম (২৫),পিতা-বাচ্চু মিয়া
মোঃ মানিক মিয়া (২৬)
পিতা- আব্দুল হাদী
মোঃ সজিব (২৮)
পিতা-সাইদুল ইসলাম
হোসেন আলী (১৮)
পিতা-ইদ্রিস আলী
আব্দুল রব হাওলাদার (৫০)
পিতা- হাতেম আলী হাওলাদার