Search for:

২২ টা ১১ মিনিট, ১১ অক্টোবর ২০২৪
দীপ্ত টিভির কর্মী খুন
রবিকে কারণ দর্শানোর নোটিশ দিলো বিএনপি
রাজধানীর রামপুরায় ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে বেসরকারি চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম খুনের ঘটনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।শুক্রবার (১১ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক চিঠিতে এ শোকজ করা হয়।

রবিকে উদ্দেশ করে ওই চিঠিতে বলা হয়, দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম নিহত হওয়ার সঙ্গে আপনি জড়িত আছেন মর্মে একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের কারণে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।এতে আরও বলা হয়, কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য আপনাকে নির্দেশ দেয়া হলো। বিষয়টি অতীব জরুরি।

প্রসঙ্গত, ডেভেলপার কোম্পানির সঙ্গে দ্বন্দ্বের জেরে বাসায় ঢুকে দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্টে তার বাসায় এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর প্রতিনিধি প্রদীপ কুমার বিশ্বাস

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required

error: Content is protected !!