Search for:

#তোমার আমার দেখা
#সর্বানী দাস

অনেকদিন দেখা হবে না তোমার আমার
হয়তো কথা হবে না অনেকদিন
তারপর একদিন দেখা হবে কথাও হবে
দুজনে দুজনকে দেখবো বলতে গিয়েও হয়তো বলা হবে না সেই কথা
শুধু এটুকুই বলা অনেকদিন দেখিনি তোমায়
তারপর আকাশে মেঘ আসবে
বৃষ্টি ঝরবে অঝোর ধারায়
উৎসবে মুখরিত হবে আকাশ বাতাস
বসন্ত আসবে আবার দুটি জীবনে
ঝরা পাতায় ঝরে যাবে দুটি মনের কথা
কেউ জানবে না কার মনে কি আছে
বছরের পর বছর যাবে হয়তো আবার দেখা হবে
হয়তো হবে না
প্রেম থাকবে বিরহ থাকবে
গোপনে,কেউ জানবে না
তারপর একদিন হয়তো
নিভে যাবে সবুজ আলো
আমার নামের পাশে
হয়তো জানবে তুমি
হয়তো বা জানবে না
অনেকদিন দেখা হয়নি তোমার সাথে
অনেকদিন হয়তো দেখা হবেনা আমাদের
দেখা হবে না
আর দেখা হবে না।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required